বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
spot_img

কুবিতে ইসরায়েল ও আমেরিকা বিরোধী প্রতিবাদ

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটকের রাস্তায় আমেরিকা ও ইসরায়েলের পতাকা পদদলনের মাধ্যমে তাদের এ দুই দেশের ফান্ডিংয়ে ফিলিস্তিনে যে গণহত্যা চালানো হচ্ছে সেটার প্রতিবাদ জানানো হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) আইসিটি বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী ইফতেখার ফাহিমের উদ্যোগে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকতে এবং বের হওয়ার সময় ‘আমেরিকা ও ইসরায়েলের পতাকা’ পা দিয়ে ঘেঁষে ঘেঁষে যাচ্ছেন। তাছাড়া, আমেরিকার ন্যাক্কারজনক কর্মকাণ্ডের নিন্দা প্রকাশ করছেন। 

এ ব্যাপারে ইফতেখার ফাহিম বলেন, ‘আমেরিকার ফান্ডিংয়ে ইসরায়েল গণহত্যা চালিয়ে আসছে। আমরা সবসময় এর প্রতিবাদ জানিয়ে আসছি। ওরাই গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা বলে, ওরাই আবার বড় বড় গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে। এজন্য মুসলিম হিসেবে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি। আমেরিকান আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছি তারা যেন ফান্ডিং বন্ধ করে।’

আবু হানিফ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর