শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

যবিপ্রবির সঙ্গে আইসিএমএবির সমোঝোতা স্মারক সই

যবিপ্রবি প্রতিনিধি: ব্যবসায় শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়নে উচ্চতর ডিগ্রি, শিক্ষা কেন্দ্র ও গবেষণাসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশের (আইসিএমএবি) একটি সমোঝোতা স্মারক সই হয়েছে।

যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এ সমঝোতা স্মারক সই হয়। যবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক এবং আইসিএমএবির পক্ষে এর সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারক সইয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করেন যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ফলে যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত শিক্ষার্থীরা সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ডিগ্রি অর্জন, দুই প্রতিষ্ঠানের সম্মিলিত গবেষণা সম্পাদন, লার্নিং সেন্টার ও বৃত্তির সুবিধা পাবেন। এটির ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের সুন্দর ও মসৃন ক্যারিয়ার গঠন করতে পারবেন।

সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন, এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইসিএমএবির কোষাধ্যক্ষ আব্দুল মতিন পাটোয়ারী, নির্বাহী পরিচালক মো. মাহবুব উল আলম, যবিপ্রবির এআইএস বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন, মো. হোসাইন আলী, প্রভাষক ফজলুর রহমান, সানজিদা আফরিন, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মাঈন উদ্দিন, মার্কেটিং বিভাগের প্রভাষক এস এম মনিরুল ইসলাম, মো. বেলাল হোসেন প্রমুখ।

সেফা খানম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর