বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

ময়মনসিংহে সম্মিলিত পেশাজীবি পরিষদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: ময়মনসিংহে সম্মিলিত পেশাজীবি পরিষদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আলোচনা সভার বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

জানা যায়, গত রোববার (১০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সম্মিলিত পেশাজীবী পরিষদ, ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহজাহানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বশেমুরকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মুস্তাফিজুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, পাহাড়ি আর সমতলের সবাইকে নিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গড়তেই শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। 

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি ৫২ দেখিনি ৬৯ দেখিনি তবে ১৯৭১ থেকে পরবর্তী প্রতিটি রাষ্ট্রীয় লড়াই-সংগ্রামের বাঁকে বাঁকে সরাসরি সম্পৃক্ত ছিলাম। ৭ নভেম্বরের চেতনায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখতে হবে। 

উল্লেখ্য, অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষিবিদ নেতৃবৃন্দসহ বিভিন্ন সেক্টরের পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর