শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

বাকৃবির ৫ অধ্যাপক পেলেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদক

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক পেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫ জন শিক্ষক। জীব বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণায় অসামান্য কৃতিত্ব ও অবদানের জন্য তাঁদের এ পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৪ জন শিক্ষক ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক’ এবং ১জন শিক্ষক ‘বিএএস- ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল পুরস্কারে ভূষিত হয়েছেন। গত শনিবার (৯ নভেম্বর) ঢাকার আগারগাঁও এর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত স্বর্ণপদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক ড. এম জাহিদ হাসান। সভাপতিত্ব করেন বিএএস এর প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।

বাকৃবি থেকে পুরষ্কারপ্রাপ্তরা হলেন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম. এ. রহিম, এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান এবং ২০১৫ সালের ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল’ গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছেন বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম. শাহজাহান।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর