রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তির আবেদন আগামী বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হবে এবং ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১২ এপ্রিল এবং এতে তিনটি ইউনিটে পরীক্ষা নেয়া হবে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কেবল ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা ১২ এপ্রিল, ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।
যোগ্যতার শর্ত অনুযায়ী, মানবিক এবং বাণিজ্য শাখার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। বিজ্ঞান শাখার জন্য উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ প্রয়োজন। জিসিই ও এ লেভেল পাস করা শিক্ষার্থীদের ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফর্ম পূরণের সুযোগ থাকবে।
প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটের জন্য ১১০০ টাকা ও ‘এ’ এবং ‘সি’ ইউনিটের জন্য ১৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আজ সকালে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবসহ ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি উপস্থিত ছিলেন।
মাফুজুর রহমান ইমন/এমএ