শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

জাবি শিক্ষার্থী রাচির মৃত্যুতে প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম আবর্তনের নারী শিক্ষার্থী আফসানা করিম রাচির আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ (২২ নভেম্বর) শুক্রবার জুমআর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মিলাদ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ড. মাহমুদুল হাসান ইউসুফ। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ট্রেজারার ড. আবদুর বর, প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

রাচির সহপাঠী ফাহিম ফয়সাল রাচির স্মৃতিচারণ করে বলেন, রাচির দুর্ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমরা এনাম মেডিকেলে ছুটে যাই কিন্তু গিয়ে ওরে জীবিত পাইনি। রাচি পড়াশোনায় খুবই মনোযোগী ছিল, ক্লাসের অ্যাসেসমেন্ট টেস্টে খুব ভালো করত, পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সঙ্গেও জড়িত ছিল। ও খুব নম্র, ভদ্র ও উপকারী মানসিকতার ছিল। সবাই ওর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন; আল্লাহ যেন ওরে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং ওর শোক সন্তপ্ত পরিবারবর্গ যেন এই শোক সহ্য করতে পারেন।

দুলাভাই নাজমুস সাকিব সিদ্দিকী বলেন, রাচি পরিবারের ছোট সন্তান ছিল। সে খুবই মিশুক ও অত্যন্ত মেধাবী ছিল। ও যদি কারো সাথে কোনো ভুল করে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন এবং ওর শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করবেন। ভিসি স্যার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, এই বিশ্ববিদ্যালয়ের আর কারো যেন রাচির মতো মর্মান্তিক মৃত্যু না ঘটে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, রাচির স্বাভাবিক মৃত্যু না হয়ে দুর্ঘটনায় কষ্টের সাথে হয়েছে, যা আমাদের ব্যথিত করেছে। দোয়া করি রাচি যেন পরকালীন জীবনের কষ্ট থেকে মুক্তি পায়, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আত্মশুদ্ধির জন্য আমাদেরকে নৈতিক সংশোধন হতে হবে। আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ পালন করতে পারি‌ এবং আগামীতে যেন এমন কোনো দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

অবশেষে মসজিদের খতিব সাহেব দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এবং সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।‌

মোঃ আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর