সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img

ববি উপাচার্যকে কাল ১২ টার ভিতরে পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আলটিমেটাম

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনকে পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা বৃহস্পতিবার দুপুর ১২ টার ভিতরে পদত্যাগের দাবি করেন। বুধবার (২৭ নভেম্বর) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে আন্দোলন করেন।

জুলাই বিপ্লবের পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. শুচিতা শরমিন নিয়োগ পান। নিয়োগের পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তেমন কোনো কাজ না করায় এবং স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করায় শিক্ষার্থীরা পদত্যাগের দাবি তুলেছেন। ববিতে আগামীকাল আয়োজিত শাহিদের স্মরনসভায়ও উপাচার্যকে বর্জন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আন্দলোনে সময় ববি শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা রেজা শরিফ বলেন, ড. শুচিতা শরমিন আমরা জুলাই বিপ্লবের শহিদদের স্মরণসভা থেকে আমরা স্বৈরাচার ভিসিকে বর্জন করলাম। তিনি সেখানে অংশগ্রহন করতে পারবেন না। স্বৈরাচারের পুনর্বাসনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আবার আওয়ামি ফ্যাসিস্ট তৈরি করার যে পায়তারা তৈরি করতেছে তা আমরা হতে দিতে পারি না। যদি শহিদদের স্মরণসভায় শুচিতা শরমিন অংশ নেওয়ার চেষ্টা করে তাহলে আমরা তার হাড়ভাংগা জবাব দিবো। আগামীকাল ১২ টার ভিতরে তিনি সেচ্ছায় পদত্যাগ করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

ববি শিক্ষার্থী শাহেদ বলেন, এর আগে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের যারা প্রটেক্ট করে গেছে, যারা স্বৈরাচারের পক্ষে কাজ করেছে তাদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারা কখনোই আগামীকালের স্মরণসভায় অংশ নিতে পারবে না।

সাইফুল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর