শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

জাবিতে দোকান মালিক-কর্মচারীদের শীতবস্ত্র বিতরণ ছাত্রশিবিরের

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকার দোকান মালিক ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি বিতরণ করেছে জাবি ছাত্রশিবির। 

আজ সোমবার (২রা ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উঁচু বটতলার সকল দোকান মালিক ও কর্মচারীদের মাঝে এই হুডি বিতরণ কর্মসূচি পালিত হয়। এসময় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় ও হুডি বিতরণ করেন জাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। 

প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকি বলেন, “আমরা জাবি ছাত্রশিবির মেয়েদের সবগুলো হল ও ছেলেদের প্রায় অধিকাংশ হলের কর্মচারী ও ডাইনিং বয়দের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছি। আজ বটতলার দোকানগুলোর মালিক ও কর্মচারীদের মাঝে ৫০টি হুডি বিতরণ করছি। এই শীতবস্ত্র কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে এবং আগামীতে ক্যাম্পাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেলে ভারী শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।”

জাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মুহিব বলেন, “আসন্ন শীত উপলক্ষ্যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছি। কম্বলের পাশাপাশি এখন হুডি বিতরণ করছি। আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে। এছাড়াও শিক্ষার্থী, কর্মচারী ও ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জাবি ছাত্রশিবির সর্বদা পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

মোঃ আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর