ববি প্রতিনিধি: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করা হয় এবং বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের একটি সংগঠনের এরূপ হামলার প্রতিবাদে বিক্ষোভ বিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার (২ ডিসেম্বর) রাত ১০:৩০ টায় ছেলেদের দুটি হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করি বিশ্ববিদ্যালয়ের সামনের পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নেয়।
এসময় শিক্ষার্থীরা ‘‘দিল্লি না ঢাকা’ , আজাদি আজাদি”,”ভারতীয় আ’গ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “আবার যদি হামলা হয়, জবাব দেবে বাংলাদেশ!”,”বাংলাদেশ জিন্দাবাদ, দিল্লি মুদ্রাবাদ”,”আমার ভাইয়ের রক্তে,বৃথা যেতে দিব না”,”জ্বালো জ্বালো, আগুন জ্বালো”,”দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা”,”ভারত তুই জবাব দে,আগরতলায় হামলা কেন”,”দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা”স্লোগান দিতে থাকে।
দর্শন বিভাগের (১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম বিল্লাহ বলেন,ভারত যে স্পর্ধা দেখিয়েছে হাইকমিশনে হামলা করেছে তার অবশ্যই বিচার করতে হবে।৫ আগষ্টের আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ এক নয়। বাংলাদেশ প্রতিটি সেক্টরে যে ভারতীয় অপশনের যারা আছে তাদের প্রত্যেককে হঠাতে হবে।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের (১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম বলেন,৪৭ এর দেশ বিভাগের পর থেকে ভারতীয়রা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের তত্ত্বাবধানে ইসকনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পাশে দাঁড়িয়েছে হিন্দু উগ্রতা বাদ কায়েমের জন্য।
সাইফুল/এমএ