শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

হাবিপ্রবিতে “এডভান্সড প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব” শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দের (রেজিস্টে্রশনকৃত) জন্য “এডভান্সড প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব” শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। সকাল ৯.৩০ টায় আইকিউএসি’র কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মোমিনুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আহমদ ইমতিয়াজ রইছ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার বলেন, দিন যতো যাচ্ছে টেকনোলজি ততো উন্নত হচ্ছে, সাথে ডিজিটাল প্রযুক্তিরও প্রয়োজনীয়তা বাড়ছে। এই প্রয়োজনীয়তার আলোকেই আইকিউএসি ম্যাটল্যাব এর উপর প্রশিক্ষণের আয়োজন করেছে। এ প্রশিক্ষণ শিক্ষক— শিক্ষার্থী উভয়ের উপকারে আসবে উল্লেখ করে তিনি পরবর্তীতে অন্যান্য এডভান্সড সফটওয়্যার ও ল্যাঙ্গুয়েজ গুলো ধাপে ধাপে শেখার উপর গুরুত্বারোপ করেন এবং এর মাধ্যমে ক্রমান্বয়ে গবেষণার মান বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, এটি যেহেতু এডভান্সড ট্রেনিং প্রোগ্রাম, তাই আশা করি প্রাথমিক বিষয়গুলো আপনারা আগেই আয়ত্ব করেছেন। তিনি বলেন, আপনারা এই ট্রেনিং গ্রহণের পর এর আউটপুট বিশ্ববিদ্যালয়কে প্রদান করবেন। ম্যাটল্যাব ব্যবহার করে রিসার্চ পেপার পাবলিশড করতে হবে এবং এই পাবলিকেশনের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় ও আইকিউএসি কে একনলেজ করতে হবে। এটা করতে না পারলে এই প্রোগ্রামের তেমন কোন মূল্য থাকবে না। আপনারা ক্লাস না নিয়ে এখানে এসেছেন, আমি অফিস ছেড়ে এসেছি, তাই আমাদের এই সময়টা যেন নষ্ট না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। রিসার্চ করে ভালো মানের পেপার পাবলিশ করতে পারলেই এই ট্রেনিং এর সার্থকতা আসবে। গবেষণা ক্ষেত্রে মান বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশকে আন্তজার্তিক অঙ্গনে পরিচিত করাতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় আপনাদের নিজ নিজ ওয়েবসাইট তৈরি করে দিয়েছে, সেখানে নিজের প্রোফাইল রেগুলার আপডেট রাখতে হবে। নিয়মিতভাবে আন্তজার্তিক কনফারেন্স এর আয়োজন করতে হবে। বর্তমান যুগে সুযোগের দ্বার আবারিত, এসব সুযোগ কে কাজে লাগাতে হবে। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ম্যাটল্যাব একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এর মাধ্যমে সহজে এলজেব্রিক ইকুয়েশন ও সিস্টেম সমাধান করা যায়। যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সহজে এর সাথে যুক্ত করা যায়। পাশাপাশি সহজে যে কোন ডাটা এনালাইসিস করা ও খুব সহজে ডাটা এনালাইসিসের ফলাফল প্রফেশনাল গ্রাফ এর মাধ্যমে দেখানো যায়। এছাড়াও গবেষণাক্ষেত্রে এর নানাবিধ ব্যবহার রয়েছে।

কামরুল হাসান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর