নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে নবাগত পুলিশ সুপার জনাব, মোঃ কুতুব উদ্দিন এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
জানা যায়, নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর ইনচার্জ মোঃ হাশমত আলীর নেতৃত্বে একটি চৌকস টিম মান্দা উপজেলার পাজরভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মামনুর রশিদ, এসআই ইয়াসির আরাফাত ও এসআই আলী আকবর।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে পাজরভাঙ্গা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এই দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার পাজরভাঙ্গা গ্রামের কাদের প্রাং এর ছেলে মোঃ মামুনুর রশিদ বাবু (২৬), এবং মৃত আব্দুস সামাদ এর ছেলে মোঃ আতাউর রহমান (৫০)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ কে নোমান/এমএ