রবিবার, জুলাই ১৩, ২০২৫
spot_img

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালি থানার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গাংগিনার পাড় প্রিয়াঙন কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে।

কোতোয়ালি থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার আবদুল বারীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক সামিউল হক ফারুকী।

প্রধান অতিথির বক্তব্যে সামিউল হক ফারুকী বলেন, ‘আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুঁটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ,দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীকে তিনবার নিষিদ্ধ করেও দমাতে পারেনি। ইতোমধ্যে প্রমাণিত হয়েছে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতার বিপক্ষে ছিল না বরঞ্চ আমাদের দল প্রকৃত স্বাধীনতার দাবিদার। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মানের বাংলাদেশের সকল মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য।

এসময় কর্মী সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল আহসান এমরুল, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম, ময়মনসিংহ মহানগর জামায়াত ইসলামীর নায়েবে আমির আসাদুজ্জামান সুহেল, মহানগর সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন প্রমুখ এবং ছাত্র শিবিরের মহানগর ও কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

আব্দুল হালিম সরদার/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর