শুক্রবার, মার্চ ২১, ২০২৫
spot_img

কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, আজ দলের গৃহীত সিদ্ধান্তবলে কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে। 

তবে জানা যায়, কুড়িগ্রাম জেলায় সর্বশেষ ২০১৫ সালে বিএনপি’র কমিটি হয়, যে কমিটির মেয়াদ হওয়ার কথা ছিলো দুই বছর। সে অনুযায়ী অনেক আগেই কমিটির মেয়াদ শেষ হয়েছে। এক কমিটিতে দীর্ঘদিন চলায় জেলায় বিএনপি’র দুই গ্রুপের দেখা দিয়েছে। 

একই দিনে, রোববার (৬ অক্টোবর) জেলার ফুলবাড়ী উপজেলায় সকাল ১১টা এবং দুপুর ২টার দিকে দুই দফায় উপজেলায় বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা প্রাণ কেন্দ্রে অবস্থিত বিএনপি’র উভয় গ্রুপের কার্যলয় ভাংচুর করা হয়। এতে উভয় গ্রুপের ৮জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

কমিটি বিলুপ্ত বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম বেবু বলেন, দলের স্বার্থে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের বিজ্ঞপ্তি হয়েছে। আরও আগে কমিটি বিলুপ্ত হওয়া উচিৎ ছিল।

আল মোবারক হাসান নাহিদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর