শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

ছত্রিশ জুলাইয়ের পর খিলক্ষেতে যুবদলের কর্মী সমাবেশ

আব্দুল হালিম, বিশেষ প্রতিনিধি: আওয়ামী সরকারের  ফ্যাসিস্টখ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের ৫ আগষ্ট  (৩৬ জুলাই ২০২৪) বিপ্লবর ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পতনের পর প্রথম রাজধানীর খিলক্ষেতে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) খিলক্ষেত থানাধীন ৯৬ নং ওয়ার্ড নিকুঞ্জ-দুইয়ের পাচ নাম্বার রোড মাঠে বিশাল কর্মী সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতারা। মুহু মুহু স্লোগান ও করতালিতে পুরো মাঠে মিছিল সহকারে আসতে থাকে একের পর এক নেতারা।

কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক,  শরীফ উদ্দিন জুয়েল প্রধান বক্তা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক তাসনিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, খিলক্ষেত থানার সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মজুমদার মুরাদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বাবু, বিএনপি নেতা হারুন,তুহিন,মনির,রাকিব ,৪৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আওয়াল,ঢাকা মহানগরের ৪টি থানার বিএনপির আইনি সহায়তার দায়িত্ব প্রাপ্ত সাবেক ছাত্রনেতা এ্যাডঃ আশিক,শ্রমিক নেতা শুক্কুর,খিলক্ষেত মহিলা দলের নেত্রী সুচনা,ছাত্র নেতা বাপ্পি সহ অনেকে।

প্রথমেই প্রধান অতিথি শরীফ উদ্দিন জুয়েল বলে দিয়েছেন, এক মাত্র বিএনপি ,খালেদা জিয়া, জিয়া,তারেক রহমানে নাম ব্যাতিত, অমুক ভাই তমুক ভাই এর নামে স্লোগান দেয়া যাবে না।

আগত নেতাকর্মীরা এটাকে স্বাগত জানিয়েছেন, কারন দলে গ্রুপিংয়ের উত্তাপটা বেরে যেতো। এই মহতী উদ্যোগের জন্য অনেকের কাছে ধন্যবাদ পেয়েছেন। প্রথমেই কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হয় কর্মী সভার কার্যক্রম।

একে একে যুবনেতারা বক্তৃতা দিতে শুরু করেন তরুণ তুখোর বক্তা সাবেক ছাত্রনেতা বর্তমানে যুবনেতা আফতাব উদ্দিন রিদয়, যুবনেতা বিল্লাল হোসেন ,মাহফুজুর রহমান বাবু,বার বার কারা নির্জাতিত ১৪ মামলার আসামি হাসেম সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুবদল নেতা টিটু ও আলম। একে একে বক্তারা ফ্যাসিবাদী সৈরাচারীনি হাসিনার শাসনামলের দুঃসহ স্মৃতি তুলে ধরেন,নুরুল হুদা মজুমদার মুরাদ,সাবেক সাধারণ সম্পাদক খিলক্ষেত থানা যুবদল,মোঃ মনিরুজ্জামান মনির ,সাবেক সিঃ সহ সভাপতি, খিলক্ষেত থানা যুবদল,আবুল হাসান টিটু,যুগ্ন আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর উত্তর বক্তরা মাফিয়াদের আইকন ক্ষ্যাত হাসিনার আমলে মিথ্যা মামলা, জেল জুলুম ,রিমান্ডের নির্জাতনের কথা বর্ননা করেন।

নেতারা আরো বলেন, বছরের পর বছর কোর্টে হাজিরা ,রাতে মাঠে ,জঙ্গলে কাটানোর কথা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পরেন।

আজকের কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন ,মোঃ মনিরুজ্জামান স্বপন,সিঃ যুগ্ন আহবায়ক, ঢাকা মহানগর উত্তর যুবদল, তসলিম আহসান মাসুম,যুগ্ন আহবায়ক, ঢাকা মহানগর উত্তর যুবদল। প্রধান বক্তা ছিলেন সাজ্জাদুল মিরাজ, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুবদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্যাগী নেতা সরীফ উদ্দিন জুয়েল, আহবায়ক, ঢাকা মহানগর উত্তর যুবদল। তিনি বলেন আজ আমরা প্রান খুলে কথা বলতে পারছি এটাই আমাদের প্রশান্তি। দীর্ঘ ১৫ বছর ৭ মাস পর মন খুলে অনেকের কষ্টের কথা তুলে ধরেন আপনার আজ ৯৬ নং ওয়ার্ড যুবদলের জমকালো কর্মী সভায়, এটাই বড়ো প্রাপ্তি। দলকে সুসংগঠিত করতে অনেক কিছু ত্যাগ করেছেন বিগত দিনে,সামনেও হয়তো যুবদলের ৯৬ নং ওয়ার্ড কমিটির জন্য কারো কারো ত্যাগী হতে হবে। সবাইকে তো আর সভাপতি /সাধারন সম্পাদক করা যাবে না,তাই পদ বঞ্চিতরাও দলের দুঃসময়ের মত কাধে কাধ মিলিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

এটা মনে রাখবেন ষরোযন্ত্র কারিরা এক এক ছদ্মবেশে আসছে, তাদের রুখে দিতে হবে। এমন সময় স্লোগান শুরু রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার ভয় নাই। তারেক জিয়া বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশের। পরিশেষে সবাইকে একত্রে যুবদল তথা বিএনপির হয়ে আগামী দিনে কাজ করার আহবান জানান।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর