বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img

১৭ বছর কারাবাসের পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।

সব মামলায় খালাস পাওয়ায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাবরের মুক্তি উপলক্ষে সকাল থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতা-কর্মী।

কারামুক্তির পর কারা ফটকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন স্বজন ও নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তার দণ্ড হয়। 

এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয়েছিল এবং একটিতে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর