মঙ্গলবার, মে ৭, ২০২৪
spot_img

৭ জানুয়ারীর নির্বাচন সরকারের ক্ষমতা নবায়নের নির্বাচন : ইসলামী আন্দোলন

৭ জানুয়ারীর নির্বাচনকে সরকারের ক্ষমতা নবায়নের নির্বাচন হিসেবে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি কথিত নির্বাচনকে কোনভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না। বরং এটি হচ্ছে এক ব্যক্তির ইচ্ছাপূরণের নির্বাচনী নাটক ও গণতন্ত্রের ফানুস। যার মাধ্যমে দেশের সব জনগণ ও বিশ্ববাসীকে বৃদ্ধাঙুলি প্রদর্শণ করে নিজেদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার অভিযাত্রা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আলেমরা দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ যাত্রার সহযোগী হচ্ছে রাষ্ট্রের সকল শক্তি, তাই একই সুরে কথা বলছে। কথিত নির্বাচনী কাজে যারা দায়িত্ব পেয়েছেন তারা প্রায়ই দলীয় লোক। বিভিন্ন স্থানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা নৌকায় ভোট চাচ্ছেন। এজন্য রির্টানিং, প্রিসাইডিং সহকারী প্রিসাইডিং, পোলিং অফিসারদের সম্মানী দিগুণ করেছে। তিনি আরও বলেন, যেহেতু ৭ জানুয়ারি সিলেক্টেট ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। তাই নির্বাচনের নামে কোটি কোটি টাকা অপচয় করার কোনো মানে হয় না। এ নির্বাচনী নাটকের মাধ্যমে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সরকারের একগুয়েমীর কারণে দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পরতে যাচ্ছে দেশ। কাজেই জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার গায়ের জোরে নির্বাচন করে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে বিরানব্বই ভাগ মানুষের চিন্তা-চেতনা অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। জাতিসত্তাবিরোধী যে কোনো সিদ্ধান্ত বাতিল না করলে সর্বত্র আন্দোলন গড়ে তোলা হবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর