মঙ্গলবার, মে ২১, ২০২৪
spot_img

আরও ৫২২ মনোনয়ন ফরম বিক্রি, আ.লীগের আয় আড়াই কোটি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি করেছে মোট ৫২২ টি। এতে দলটির আয় হয়েছে দুই কোটি ৬১ লাখ টাকা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ তথ্য জানান দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগের দফতর সম্পাদক জানান, এদিন ঢাকা বিভাগে ১৬৭টি, খুলনায় ৬৮টি, রাজশাহীতে ৪৪টি, চট্টগ্রামে ৭৮টি, ময়মনসিংহে ৪৭টি, সিলেটে ২২টি, বরিশালে ৩৬টি ও রংপুরে ৬০টি ফরম বিক্রি হয়েছে।

এর আগে, গতকাল ৮১০ টি ফরম বিক্রি হয়। দুই দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৩৩২ টি।

ব্যারিস্টার বিপ্লব জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী (১৪ই ফেব্রুয়ারি) বুধবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভা আহ্বান করেছেন। সে সভায় বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ সংসদীয় আসনে যাদের মনোনয়ন প্রদান করবে সে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজুদ্দিন রিয়াজসহ প্রমুখ।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর