সোমবার, মে ২০, ২০২৪
spot_img

আইসিসির মাসসেরার তালিকায় জয়সওয়াল

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে যেন খেলতে নয়, রেকর্ড করতে নেমেছেন যশ্বসী জয়সওয়াল। নিজ দেশের কিংবদন্তি এবং তারকা ক্রিকেটারদের পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি, সামনে হাতছানি রয়েছে আরও রেকর্ডের। নিজের তৃতীয় টেস্ট সিরিজ খেলতে নেমে বাজিমাত করছেন নিয়মিত। তারই অংশ হিসেবে এবার আইসিসির ফেব্রুয়ারি মাসসেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন জয়সওয়াল। তার সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশানকা।

গতকাল আইসিসি নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে। এই তিন ক্রিকেটার থেকে এক জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে মাসসেরা হিসেবে ঘোষণা করা হবে। মাউন্ট মঙ্গানুইতে দুটি সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন উইলিয়ামসন। এরপরে সিরিজ জয়ের জন্য হ্যামিলটনে ১৩৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন। তারই পুরস্কার হিসেবে মাসসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলে যে জাদু দেখিয়েছিলেন লঙ্কান তরুণ নিশানকা, সেটি দেশটির জার্সিতে কেউ কখনো করতে পারেনি। 

অর্থাৎ ওয়ানডেতে নিশানকাই প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। এছাড়াও আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি। তাতেই ভর করে মাসসেরা তালিকায় জায়গা হয়েছে। অপরদিকে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি ডাবল সেঞ্চুরিয়ান জয়সওয়াল যে এই তালিকায় থাকবেন, সেটি প্রায় নিশ্চিতই ছিল। বিপিএল নিয়ে ব্যস্ত থাকা টাইগারদের কোনো সিরিজ না থাকায় এই তালিকায় তাদের না আসেনি স্বাভাবিকভাবেই। এ দিকে নারী ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতের এশা ওজা ও কবিশা এগোদাগে মাসসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর