সোমবার, মে ২০, ২০২৪
spot_img

লেভানদোভস্কি-ইয়ামালের গোলে ফাইনালে বার্সেলোনা

সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে আগেই ফাইনালের টিকিট কেটে রেখেছিল রিয়াল মাদ্রিদ। এবার বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে ওসাসুনাকে সহজেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। আগামী রোববার (১৪ জানুয়ারি) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে হওয়া ম্যাচের শুরু থেকেই দাপট ছিল কাতালান জায়ান্টদের। যদিও অত্যন্ত সহজ কিছু সুযোগ মিস করায় প্রথম হাফে গোল পায়নি তোরেস-লেভানডভস্কিরা। ফলে গোলশূন্য ভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। প্রথমার্ধের শেষ দিকে অবশ্য বড় ধাক্কা খায় বার্সা। হ্যামস্ট্রিংয়ে টানে মাঠ ছাড়তে হয় বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে। চোটে জর্জরিত দলের জন্য তা দুঃসংবাদই বটে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সা। যার ফলও তারা পেয়ে যায় ১৫ মিনিটের মধ্যে। ম্যাচের ৫৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা যায় বার্সেলোনা। গুন্ডোয়ানের চমৎকার থ্রু বল থেকে বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডান পায়ের জোড়ালো শটে দলকে এগিয়ে নেন লেভানডভস্কি।

ম্যাচের ৬৮তম মিনিটে দারুণ এক মুভে বক্সে ঢুকে শট নেন জোয়াও ফেলিক্স। তবে ওসাসুনার গোলরক্ষক হেরেরা ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল ঠেকিয়ে ওসাসুনাকে ম্যাচে রাখেন। তবে শেষ রক্ষা হয়নি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন বার্সার টিনেজ সেনসেশন লামিল ইয়ামাল। ফেলিক্সের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।

২০১৯-২০ মৌসুম থেকে চার দল নিয়ে স্প্যানিশ সুপার কাপ অনুষ্ঠিত হচ্ছে। গত আসরে ফাইনালে রিয়ালকে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর