শনিবার, মে ৪, ২০২৪
spot_img

নরসিংদী নিহত ১০ পুলিশ সদস্যের ১৩ তম মৃত্যু বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ

সেলিম রেজা, নরসিংদী: আজ সোমবার (১৫ ই জানুয়ারী ২০২৪ খ্রি.) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের ১৩ তম মৃত্যু বার্ষিকীতে নির্মিত স্মৃতি-স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন পুলিশ সুপার নরসিংদী।

২০১১ সনের ১৫ জানুয়ারি কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ দেন দেশপ্রেমিক ১০ জন পুলিশ সদস্য। সেদিন নরসিংদী জেলা পুলিশ লাইন্সে নির্বাচনী ব্রিফিং-এ যোগদানের উদ্দেশ্যে বেলাব থানা থেকে আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে ট্রাকের সাথে পুলিশ পিক-আপের মুখোমুখী সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইন্সপেক্টর (তদন্ত)সহ ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ সদস্যের ১৩ তম মৃত্যু বার্ষিকীতে দুর্ঘটনাস্হলে নির্মিত স্মৃতি-স্তম্ভে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও নরসিংদী শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও বেলাব থানার জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

২০১১ সালের ১৫ জানুয়ারি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো পুলিশ সদস্যরা হলেন বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক খান (৪০),এসআই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টবল কৃষ্ণকান্ত বর্মন (৪০),কনস্টবল রিয়াজ (৩৮), কনস্টবল বজলু (৩৪), কনস্টবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টবল প্রিয়তোষ (৩৬) নিহত হয়েছে।

এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর