বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

রূপপুর প্রকল্প এলাকায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে পাকশি রেলওয়ে স্টেশনের শেষ প্রান্তে প্রকল্পের বালুর স্তূপের ওপর এ মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কয়েকজন ব্যক্তি কাজে বের হয়ে স্তূপের ওপর দীর্ঘকালো চুলের মতো কিছু পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা দেখেন, কালো সালোয়ার কামিজ পরিহিত এক নারীর অর্ধগলিত মরদেহ পড়ে আছে, গলায় পেঁচানো রয়েছে ওড়না। বিষয়টি জানাজানি হলে আরও মানুষ জড়ো হয় এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

‎মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। তবে সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

‎ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, “আমরা মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে জানিয়েছি। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সিয়াম রহমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর