বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

নীলফামারীতে আদালতে মামলার হাজিরা দিতে এসে ঘর-বাড়ি ভাঙচুর

সেলিম রেজা, নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর বেরুবন্দ এলাকায় নুর মোহাম্মদের ঘর-বাড়ি ভাঙচুর ও পরিবারের লোকজনকে মারপিটের অভিযোগ উঠেছে মৃত মজির উদ্দিন গং ও রহিদুল ইসলাম গংদের বিরুদ্ধে।

জানা যায়, তাদের সাথে দীর্ঘদিন ধরে নুর মোহাম্মদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। অভিযোগ উঠেছে, গত (১৯মার্চ) বৃহস্পতিবার সকালে নীলফামারীর বিজ্ঞ সহকারী জজ আদালতে ল্যান্ড সার্ভে মোকদ্দমায় হাজিরা দিতে যায় নুর মোহাম্মদ। এদিকে সেই সুযোগে দেশীয় অস্ত্র -সস্ত্র নিয়ে এসে মৃত মজির উদ্দিনের ছেলে সবুজ হোসেন (৩৮), রহিদুল ইসলাম (৬০), ও রহিদুল ইসলামের ছেলে ফেরদৌস আলম (৩৬), শাহিন আলম (৩৪),  এবং রহিদুলের স্ত্রী মোরশেদা বেগম(৫০)  নুর মোহাম্মদের ঘর-বাড়ি ভাঙচুর করেছে। এসময় আসবাবপত্রসহ প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে ।  তবে হামলার সময় নুর মোহাম্মদের মা ও বোন বাঁধা দিতে গেলে তাদেরকেও হত্যার চেষ্টা করে । দেশীয় অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। এমনকি একজনের মাথা ফেটে যায় ।

এবিষয়ে নুর মোহাম্মদ জানায়, তাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। কোর্টে মোকদ্দমাও চলছে। আমি কোর্টে হাজিরা দিতে আসলে সেই সুযোগে তারা আমার বাড়ি-ঘর আসবাবপত্র ভাঙচুর করে। এমনকি আমার মা, বোন স্ত্রীকে হত্যার চেষ্টা করে। আমি কোর্টে হাজিরা দিয়ে বের হলে বাড়ি থেকে ফোন করে এসব কথা জানায়। পরে এখান থেকে প্রশাসনের সহায়তা চেয়ে ৯৯৯- এ কল দেই। পরে  বাড়িতে গিয়ে স্বচোখে এসব ঘটনা দেখি। তারা আমার পরিবারের লোকজনকে মারপিট করেও ক্ষান্ত হয়নি হাতে অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে আমাকে হত্যা করার জন্য লোকমুখে বলিয়া বেড়াইতেছে। এখন পর্যন্ত আমার পরিবারের লোকজনকে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করাতে পারিতেছি না। 

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটির বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের ব্যবস্থা নেয়া হবে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর