সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরই নিজ ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আইরিন সুলতানা এশা (২৮) নামে এক গৃহবধূ। রবিবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত এশা পাবনা সদর উপজেলার চকছাতিয়ানী গ্রামের মো. আইয়ুব আলীর মেয়ে। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার শেখ রুবেলের স্ত্রী। রুবেল ঈশ্বরদীর ব্র্যাক ব্যাংকে কর্মরত থাকায় তারা নতুনহাট গোলচত্বর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
শনিবার দিবাগত রাতে আত্মহত্যার আগে এশা তার ফেসবুকে লেখেন— “আমার সবটুকু বিশ্বাস যে ভেঙ্গে দিয়েছে তাকে কৃতজ্ঞতা জানাই।”
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে সেহরি রান্না নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। শনিবার রাতেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতে ঘুমিয়ে পড়েন দুজন। সকালে রুবেল ঘুম থেকে উঠে স্ত্রীকে না পেয়ে অন্য কক্ষে গিয়ে জানালার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক ইসলাম বলেন, “৯৯৯-এ ফোন পেয়ে আমরা এসে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
/এমএ