সোমবার, মে ১৩, ২০২৪
spot_img

চাল কম্বল রিলিফ নয়-চাই শিক্ষা ও নাগরিক সুবিধা

ফিরোজ মাহমুদ, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলা গত বুধবার (৭ফেব্রুয়ারী) ২০২৪ সকাল এগারোটা সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডফ) এর আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের দাতা সংস্থা (অক্সফাম) সহোযোগিতায় মান্তা নারী জেলেদের নেতৃত্ব নির্মান ও ক্ষমতায়ন প্রকল্প কর্যক্রমের অগ্রগতি ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় উপজেলা প্রশাসন,গণমাধ্যম,সুশীল সমাজ,নির্বাচিত প্রতিনিধি সহ মান্তা জেলে প্রতিনিধিদের নিয়ে চলমান কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও পরবর্তী করনীয় বিষয়ের উপর আলোচনা হয়।

ভাসমান নৌকায় বসবাসকারী মান্তা জেলে জনগোষ্ঠী চাহিদা এখন চাল,কম্বল ও রিলিফ নয় শিক্ষা, চিকিৎসা ও নাগরিক সুবিধার নিশ্চিত করা।এই ঐতিহ্যবাহি জনগোষ্ঠীর রাষ্ট্রীয় এবং সমাজের সব ধরনের সুবিধা বঞ্চিত থেকে জীবন জীবিকা নির্বাহের অবলম্বন ছিল শুধুমাত্র জলধারা। ডিজিটাল বাংলাদেশে অবস্থানকারী জেলে জনগোষ্ঠীর পরিবর্তনে বার্তা নিয়ে দ্বীপাঞ্চলে কাজ করে চলছে একটি সামাজিক সংগঠন ‘সিডফ’।আর এই মহতি উদ্যোগ কে স্বাদু বাদ জানিয়ে প্রকল্প গ্রহণ করে ইউরোপীয় ইউনিয়নের দাতা সংস্থা অক্সফাম। চলমান প্রকল্পটি বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে অনেকাংশেই সফলতার ভুমিকা রেখেছে সিডফ।

উক্ত অনুষ্ঠানে সিডফ এর নির্বাহী পরিচালক মহম্মদ শাহিন মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান, অক্সফাম প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার অন্তরা,মোঃ শফিকুল ইসলাম তথ্য অফিসার ইসমাআরা।

এ ছাড়াও মান্তা জেলে জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে দিক নির্দেশনা মুলক ও পরবর্তী করনীয় বিষয়ের উপর বক্তব্য রাখেন গণমাধ্যম কর্মী, নির্বাচিত প্রতিনিধি, সুশীল সমাজ ও জেলে প্রতিনিধিরা।

আর এন আই

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর