চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া থানা হেফাজত থাকা আসামি পালানোর ঘটনায় ওসি, ডিউটি অফিসার ও সেন্ট্রি ডিউটিতে নিয়োজিত কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (৯ সেপ্টেম্বর) ওই যুবলীগ নেতা সাইফুল ইসলাম সজীবকে বাড়ি থেকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। পুলিশের সহযোগিতায় ওই যুবলীগ নেতা পালিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও সেন্ট্রি কনস্টেবল মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। নতুন করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে আরিফুর রহমানকে।
পুলিশ বলছে, কৌশলে থানা থেকে পালিয়েছেন ওই যুবলীগ নেতা। তাকে ধরতে একাধিক টিম কাজ করছে।
পলাতক যুবলীগ নেতা সাইফুল লোহাগাড়ার কলাউজান বলিপাড়া গ্রামের নজির আহমদের ছেলে। তার বিরুদ্ধে থানায় গরু চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় চাঁদাবাজি, অত্যাচার নিপীড়নসহ নানা অভিযোগে তাকে রবিবার সকালে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ওসিকে জানিয়ে থানায় ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করলে তাকে ডিউটি অফিসারের রুমে বসানো হয়। সেখানে ডিউটি হস্তান্তরের সময় কৌশলে তিনি পালিয়ে যান বলে জানা গেছে। যুবলীগ নেতা সাইফুলকে পুলিশের হাতে হস্তান্তর করা ওই এলাকার বাসিন্দা আরফাত বলেন, ‘সাইফুল স্বৈরচার সরকারের দোসর ও দালাল। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আমরা ধরে পুলিশের কাছে হস্তান্তর করি। থানা হেফাজত থেকে পুলিশের সহযোগিতায় সাইফুল পালিয়েছে।’
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়াও জেলা গোয়েন্দা শাখার দুটি টিমও অভিযান অব্যাহত রেখেছে।
মোহাম্মদ ইউসুফ/এস আই আর