বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক খোকা, সদস্য সচিব সোহেল

বিশেষ প্রতিবেদক: ‘দেশের স্বার্থে সাংবাদিকতা‍‍’ এই স্লোগানকে ধারণ করে আশুলিয়া প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইলস্থ আশুলিয়া প্রেসক্লাব হল রুমে এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

এতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি লোকমান হোসেন খোকা চৌধুরীকে আহ্বায়ক ও দৈনিক বণিক বার্তার সাভার প্রতিনিধি সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে।

এ আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দৈনিক আলোকিত কণ্ঠের সম্পাদক মো. ওমর ফারুক ও বেসরকারি টেলিভিশন দেশ টিভির সাভার প্রতিনিধি মো. শাহীনুর রহমান শাহীন।

এছাড়াও আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের৷ আশুলিয়া প্রতিনিধি শেফালি আক্তার মিতু, দৈনিক কালবেলা ও বেসরকারি টেলিভিশন এখন টিভির সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম রাজু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামান শামস, দৈনিক খবরের কাগজের সাভার প্রতিনিধি ইমতিয়াজুল ইসলাম জীবন, বাংলাদেশ ট্রিবিউনের মো. আসলাম হাওলাদার ও দৈনিক স্বাধীন বাংলার মোহাম্মদ ইয়াসিন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেসরকারি যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক (সাভার) মাহফুজুর রহমান নিপু, দৈনিক সময়ের আলো পত্রিকার আশুলিয়া প্রতিনিধি রাকিব হাসান জিল্লু, প্রেসক্লাবের সিনিয়র সদস্য কামাল চৌধুরী ও আবুল হায়াত বাচ্চু, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মো. তুহিন আহাম্মেদ, বাংলা নিউজের সাভার প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহিদ, দৈনিক আমার সংবাদ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি হাসান ভূইয়া, বেসরকারি গ্লোবাল টিভির আশুলিয়া প্রতিনিধি শাহিন আলম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাভার প্রতিনিধি শরিফুজ্জামান ফাহিমসহ আরও অনেকে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর