ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর ইউ.আই আলিম মাদ্রাসার অধ্যক্ষ নূর আলম সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকেরা।
মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র/অভিভাবক ব্যানারে এই বিক্ষোভ করা হয়।
ঘন্টাব্যাপী এই বিক্ষোভে বক্তরা অভিযোগ করে বলেন, চলতি মাসের ৩ আগস্ট সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মাদ্রাসায় উপস্থিত হয়ে কোন নিয়ম না মেনে অবৈধভাবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর আলম সরকারকে মোটা অংকের টাকার বিনিময়ে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। আমার এই অবৈধ অধ্যক্ষের পদত্যাগ চাই। সেই সাথে অবৈধ এই অধ্যক্ষের প্রয়োজনীয় বিচারের দাবি জানাচ্ছি।
পরে বিক্ষোভটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এসে শেষ হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর