বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

নালার দূষিত পানিতে দুর্ভোগ, সাভারে শিক্ষার্থীদের মানববন্ধন

বিশেষ প্রতিবেদক: ঢাকা জেলার আশুলিয়া এলাকার ৫টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তরা নালার নোংরা পানি ছেড়ে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। দ্রুত সময়ের মধ্যে এসব নোংরা পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

বুধবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সরজমিন দেখা যায়, আশুলিয়া থানার জিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিরাবো উচ্চ বিদ্যালয়, জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ, জামিয়াতুল উলুম মাদ্রাসা, ইয়ারপুর পরিবারকল্যাণ কেন্দ্রের রাস্তা ড্রেনের নোংরা পানি দিয়ে তলিয়ে গেছে।

শিক্ষার্থীরা জানান, স্কুলে আসার পথে আমাদের জামাকাপড় নোংরা হয়, অনেকে এই পানি গায়ে লাগার কারণে অসুস্থ হয়ে পড়ছে।মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা থেকে পয়ঃনিষ্কাশনের পানি আমাদের গায়ে লাগার কারণে প্রায়ই আমরা অস্বস্তিতে থাকি।

নবম শ্রেণির ছাত্রী পূরবী রানী দেবনাথ শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি পেশ করে বলেন, তাদের এই দাবি মেনে না নেওয়া হলে প্রয়োজনে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।

জিরাবো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আউয়াল হোসেন বলেন, রাস্তায় ময়লা পানি থাকার কারণে ছাত্র-ছাত্রীদের অনেকে স্কুলে আসছে না। তাছাড়া ইউনিয়ন পরিষদের পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা গ্রহীতারা সেবা নিতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।

জিরাবো উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম তুফান অবিলম্বে এই জনদুর্ভোগ নিরসনের দাবি জানান।

আব্দুল্লাহ আল নাঈম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর