সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃ’ত্যু 

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত অবস্থায় ছাদ থেকে পড়ে মিনারুল ইসলাম মিঠু (২৭) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মিঠু উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড সাহাপুর গ্রামের মজনু প্রামাণিক এর ছেলে এবং প্রকল্পের নিকিমথ কোম্পানিতে কর্মরত ছিলেন।

মিনারুল ইসলাম মিঠুর চাচা আকাশ আলী জানান, প্রতিদিনের মত প্রকল্পে কাজ করা অবস্থায় গতকাল বুধবার দোতলা ছাদ থেকে অসাবধানতা বশত পা পিছলে নীচে পড়ে যায়। এতে তার মেরুদণ্ড ভেঙে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সেখানে মারা যায়।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কান্তি কুমার মোদক জানান, রুপপুর প্রকল্পের শ্রমিক মিনারুল ইসলাম মিঠু মৃত্যুর পরে রাজশাহীর রাজপাড়া থানা থেকে আমাদের অবহিত করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পাঠানো হবে বলে জানতে পেরেছি।

সিয়াম রহমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর