স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হর্ষি বাজারে এক গাঁজা ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে স্থানীয় ছাত্র জনতা। তারপর ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের কারাদণ্ড দেয়।
রবিবার (২৭ অক্টোবর) সুখিয়া ইউনিয়নের হর্ষি বাজারে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত আসামী জাংগালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের মৃত হারেস মিয়ার ছেলে সাজু(৩৫)।
জানা যায়, বিকাল ৫ টা হতে উক্ত গাঁজা ব্যবসায়ী হর্ষি বাজারে ঘুরাফেরা করছিলেন। আশে পাশের লোকজন সন্দেহজনক ভাবে তাকে সার্চ করে কোমরে থাকা গামছার ভিতর হতে প্রায় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। তারপর তাকে আটক করে থানায় অভিযোগ দিলে কিছুক্ষণ পর পাকুন্দিয়া থানার ওসি জনাব শাখাওয়াত হোসেন পুলিশের ফোর্স সহ এসিল্যান্ড জনাব মো:মামুন সরকার সহ ঘটনাস্থলে উপস্থিত হোন।
অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: মামুন সরকার আসামী সাজু মিয়াকে মাদক দ্রব্য বিক্রয় আইন ২০১৮ অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে নগদ ১০০ টাকা জড়িমানা আদায় করেন।
মাদকাসক্তদের উদ্দেশ্যে পাকুন্দিয়া থানার ওসি কঠোর বার্তা দিয়ে বলেন, যে কোন স্থানে মাদক সেবন বা বিক্রয় হলে পুলিশকে অবহিত করলে পাকুন্দিয়া থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
গ্রেফতার শেষে সন্ধ্যা ৬ টায় পুলিশ তাকে নিয়ে যায়।
আশিকুর রহমান মাহফুজ/এমএ