ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর সদস্যরা।
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদকবিরোধী টিম উপজেলার মুলাডুলি মধ্যপাড়ায় এক অভিযান পরিচালনা করেন।
এসময় ওই গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে মোঃ জামাল হোসেন (৪৬) এর বসতঘর থেকে ৪ কেজি গাঁজাসহ আসামিকে গ্রেফতার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়েরে করা হয়েছে।
সিয়াম রহমান/এমএ