হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাড়া এবং বিভিন্ন জায়গায় রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ এবং জেলা প্রশাসনের হুশিয়ারি।
আজ রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিভিন্ন রাস্তা এবং ফুটপাত দখল করে চলছে অবৈধ সিএনজি ষ্ট্যান্ড এবং হকার বানিজ্য। যার কারণে শহরে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল খুবই কঠিন হয়ে গেছে। প্রায় প্রতিনিয়তই এই কারণে শহরে ব্যাপক যানযট লেগে থাকে আর সর্বসাধারণের ভোগান্তি হয়।
সমস্যাটি নিরসনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনাব মুনাব্বর রহমান এবং সদর থানার ওসি, জনাব, নাসির আহমেদ শহরের বিভিন্ন পয়েন্ট এর দখলকৃত জায়গাগুলো পরিদর্শন করেন। সেই সাথে রাস্তা এবং ফুটপাত এ সব রকম অবৈধ দখলদারী বন্ধ না হলে আগামীকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করারও হুশিয়ারি দেন।
বিষয় টি অমান্য করা হলে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান এবং জরিমানা আদায় করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।
/এমএ