শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

ছিনতাইয়ের কবলে কাঁচপুর ব্রিজ এলাকা, নিরাপত্তাহীনতায় ভুগছে জনগণ

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থানা ও সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকা যেন ছিনতাইকারীদের দৌরাত্ম্যে এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। এলাকাবাসী অভিযোগ করছেন, প্রতিমুহূর্তেই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পথচারী থেকে শুরু করে যাত্রীরা কেউই নিরাপদ নয়।

বিশেষত রাতের বেলা এ এলাকায় চলাচল করা যেন বিপদ ডেকে আনে। ছিনতাইকারীরা দলবদ্ধভাবে পথচারীদের উপর হামলা চালিয়ে টাকা, মোবাইল ফোন, ব্যাগসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। 

স্থানীয়রা জানান,কাঁচপুর ব্রিজ এলাকাটি গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ কেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত হয়। কিন্তু নিরাপত্তার ঘাটতির কারণে সাধারণ মানুষ এখন এ রাস্তায় চলাচল করতে ভয় পাচ্ছেন।

স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে এলাকাবাসী বলছেন, দ্রুত এই ছিনতাই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এলাকাবাসী দাবি করছেন, পুলিশি টহল জোরদার করে ছিনতাই বন্ধ করতে কার্যকর উদ্যোগ নেওয়া হোক। ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে জনজীবন চরম দুর্ভোগে পড়বে।

সিনহা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া প্রতিবেদককে জানান, কাঁচপুর ব্রিজ এলাকায় চলাচলের সময় সবসময় আতঙ্কে থাকতে হয়। বিশেষ করে সন্ধ্যার পর এই ভয় আরও বেড়ে যায়। আমাদের মতো ছাত্র-ছাত্রীদের জন্য এই পরিস্থিতি খুবই বিপজ্জনক। নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি।

এদিকে, রহিম নামে এক গার্মেন্টস কর্মী বলেন, আমরা গার্মেন্টসে কাজ করে মাস শেষে যা বেতন পাই, তা দিয়ে সংসার চালাই। কিন্তু কাঁচপুর ব্রিজ এলাকায় বাড়ি ফেরার সময় ছিনতাইকারীদের ভয়ে থাকতে হয়। বেতনের টাকা ছিনিয়ে নিলে পরিবার চালানো কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতের ডিউটি শেষে বাড়ি ফিরতে গেলে রাস্তায় চলাফেরা করা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ  আব্দুল বারি বলেন, কাঁচপুর ব্রিজ এলাকায় ছিনতাইয়ের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমরা এলাকাটি নজরদারির মধ্যে রেখেছি এবং পুলিশের টহলও নিয়মিত রয়েছে। তবে এখনও এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। জনগণকে অনুরোধ জানাই, তারা যদি কোনো ছিনতাই বা অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে পান, তাহলে তা আমাদের জানাবেন। আমরা সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সিদ্বিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন বলেন, এলাকায় ছিনতাইয়ের ঘটনা বন্ধ করতে পুলিশ সর্বদা প্রস্তুত। তবে, আমাদের কাছে এখনও কোন অভিযোগ আসেনি। আমি সকলকে অনুরোধ করছি, যদি কেউ ছিনতাইয়ের শিকার হন, আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানাবেন। অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে পুরোপুরি মনোযোগী রয়েছি।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর