শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবলে এলজিইউডির বিজয়

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জুলাই-আগস্ট শহীদ স্মরণে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে আইন বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ (এলজিইউডি)।

খেলা শুরুর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনীতে বলেছিলাম, খেলা হলো ভ্রাতৃত্বের প্রতীক, ঐক্যের প্রতীক। আজকের ফাইনাল খেলা দেখে আমি নিশ্চিত যে বিশ্ববিদ্যালয় পরিবারে সেই ঐক্য তৈরি হয়েছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে সহযোগিতা, সহমর্মিতা আর ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলারও টুর্নামেন্ট আয়োজন করা হবে। শিক্ষার্থীরা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও পাবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে গত ২৫ নভেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ আটটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেয়।

মো. সাইফুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর