মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই মাইন উদ্দিন ও তার স্ত্রী সাথী আক্তার।শুক্রবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় আইন উদ্দিন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মৃত্যুবরণ করেন
তিনি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। তিনি দুই ছেলে সন্তানের জনক।
নিহতের ভাই মাইন উদ্দিন জানায়, ‘প্রায় একমাস যাবৎ তাদের প্রতিবেশী রফিকুলের সঙ্গে বসত ভিটার জমি নিয়ে বিবাদ চলছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ রফিকুল তার শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। এসময় তাদেরকে দেখে আমি ঘরের দরজা লাগিয়ে দেই। এসময় আমার ভাই আইন উদ্দিন বাহির থেকে বাড়িতে আসলে তাকে ঘিরে ধরে মারধর করতে থাকে। আর আমাকে ও স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাহিরে এনে মারধর করে। হামলায় আমার ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটায় তিনি মারা যান। আর আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে এসেছি।’
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাইফুর রহমান আকন্দ নিশাদ/এমএ