হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখা।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ৬ শতাধিক নবীন শিক্ষার্থী নিয়ে গ্রান্ড দাদু বাড়ি রিসোর্টে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
সংগঠনটির হাবিপ্রবি শাখার সভাপতি মুহা. রেজওয়ানুল হক এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সেক্রেটারি শেখ রিয়াদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে দিনাজপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. আফসার আল মাহমুদ, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাহিদুল ইসলাম, অহিদুল ইসলাম আকিক, শহর শাখার সভাপতি রেজওয়ানুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের বিষয়ক সম্পাদক ইকবাল হোসেনসহ শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রদান করতে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত ছিলেন শিবিরের হাবিপ্রবি শাখার সাবেক সভাপতি অধ্যাপক ড. আব্দুস সোবহান।
প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “জাতির সার্বজনীন কল্যানে অতীতের নেতাদের ভূমিকা উল্লেখযোগ্য নয়।মেধাবী ছাত্রের অবশ্যই দূরদর্শী সম্পন্ন হতে হয়। শিক্ষার্থীরা যদি আত্মপরিচয় ভুলে গিয়ে মোহের মধ্যে ডুবে যায় তবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আজকে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ছাত্রশিবির শিক্ষার্থীদের তাদের করণীয় সম্পর্কে জানানো যার মাধ্যমে তারা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গঠন করতে পারে।”
এসময় সেক্রেটারি জেনারেল শিক্ষার্থীদের সময় অপচয় না করা এবং কঠোর পরিশ্রম করা পরামর্শ প্রদান করেন।
কামরুল হাসান/এমএ