শুক্রবার, মে ১৭, ২০২৪
spot_img

ভোট কেন্দ্র পাহারায় থাকা ১ গ্রামপুলিশের লাশ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্র রাতে পাহারায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামে এক গ্রামপুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। ওই পুলিশ সদস্যের পরিচয়- বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দে’র ছেলে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক স্কুলের পাশে কাঠবাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক স্কুল দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র পাহারা দিতে আসে। সঙ্গে স্কুলের নৈশপ্রহরী মো. ইউসুফ হোসেন ছিল। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে গ্রাম পুলিশ রনজিৎ স্কুলের পেছনে কাঠবাগানে থাকা শৌচাগারে যান। প্রায় আধাঘণ্টা পাড় হলেও ফিরে না আসায় নৈশপ্রহরী ডাকাডাকি করতে থাকেন। সাড়াশব্দ না পাওয়ায় বিষয়টি স্কুলসংলগ্ন চর আড়কান্দি হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি ইলিয়াস শেখকে ডাকলে তিনিসহ খোঁজাখুঁজির একপর্যায়ে স্কুলের শৌচাগারের পাশে গাছ বাগানের ভেতর থেকে গ্রামপুলিশের লাশ পাওয়া যায়।

খবর পেয়ে রির্টানিং অফিসার ও রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা, ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরিদর্শন শেষে জেলা প্রশাসক কায়সার খান নিহত পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও নিহতের ছেলে রাতুল দে’কে গ্রাম পুলিশের চাকরির নিশ্চয়তা দেন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর