সোমবার, মে ২০, ২০২৪
spot_img

রঙিন ফুলকপি চাষ করে মাথায় হাত কৃষকের

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল জেলার  ভূঞাপুর উপজেলার পৌর এলাকার ছাব্বিশা গ্রামের সবজি চাষি আরশেদ আলী। গত বছর তার নিজ বাড়ির আঙিনায় ৩৩ শতক জমিতে নানা ধরনের সবজির পাশাপাশি পরীক্ষামূলক রঙিন ফুলকপি চাষ করে ভালো লাভবান হয়েছিলেন। এবছর কৃষি বিভাগের পরামর্শে সেই জমিতেই বানিজ্যিক ভাবে বিভিন্ন রঙের রঙিন ফুলকপি চাষ করেন। 

কপিগুলো ছোট আকৃতির অবস্থায় সাইজ ও কালার ভালো থাকলেও বড় হওয়ার সাথে সাথে কপিগুলো নষ্ট হয়ে খাওয়া ও বিক্রির অনুপযোগী হয়ে যাচ্ছে। যার কারণে কপিগুলো বড় হওয়ার আগেই সেগুলো বাজারে বিক্রি করতে হচ্ছে। আর সে কারণেই রঙিন ফুলকপি চাষ করে লোকসান গুনতে হচ্ছে কৃষক আরশেদ আলীর। 

অপরদিকে রঙিন জাতের ফুলকপির কথা শুনে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ফুলকপি দেখতে ভিড় করছেন আরশেদ আলীর সবজি বাগানে। অনেকে আবার দেখতে এসে বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন রঙিন এই ফুলকপি।

স্থানীয় হাট-বাজার গুলোতে সাধারণ ফুলকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, সেখানে রঙিন ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। সাধারণ ফুলকপির চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে রঙিন ফুলকপি।

রঙিন ফুলকপি চাষি আরশেদ বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবছর আমি বাণিজ্যিক ভাবে রঙিন ফুলকপি চাষ করেছিলাম। কপিগুলো নষ্ট হওয়ার কারণে সেগুলো বাজারে বিক্রি করতে পারছিনা।। গত বছর দ্বিগুণ লাভবান হলেও এবছর কপিগুলো নষ্ট হয়ে যাওয়ায় খরচের অর্ধক টাকাও বিক্রি করতে পারিনি। 

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমান বলেন, উপজেলার পৌর এলাকার কৃষি আরশেদ আলী প্রথম রঙিন জাতের ফুলকপি পরীক্ষামূলকভাবে চাষ করে ভালো লাভবান হয়েছিল। এবছ তিনি বানিজ্যিক ভাবে রঙিন ফুলকপি চাষ করে প্রথম দিকে ভালো দামে বিক্রি করেছিল। আমরা তাকে কপি গুলো বিক্রি উপযোগী হওয়ার সাথে সাথে বিক্রি করতে বলেছিলাম। কপিগুলো বিক্রি না করে বড় করার কারণে কপিতে পোকা আসে এবং কালো রঙ হয়ে যায়। এর ফলে সেগুলো বিক্রির অনুপযোগী হয়ে যায়। এরফলে কৃষক আরশেদ আলী আর্থিক ভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করবো।

এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর