উপজেলা প্রতিনিধি ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন এলাকাবাসী।
গোবিন্দাসী ইমাম ও মুয়াজ্জিন পরিষদ এর উদ্যোগে শনিবার (২৭ এপ্রিল ২০২৪) তারিখ সকাল ১১ টার দিকে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এই নামাজ আদায় করা হয়।
অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ বনপাড়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মওলানা মুফতি মঈনুল ইসলাম খান।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। তখন আল্লাহর কাছে এক পশলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।
সাজেদুল ইসলাম/এসএ