বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

ময়মনসিংহে ডিআইজি কর্তৃক পুরষ্কৃত হলেন ওসি(ডিবি) ফারুখ হোসেন

বিশেষ প্রতিনিধি: চাঞ্চল্যকর তিনটি অর্ধগলিত লাশের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের কারনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কর্তৃক পুরষ্কৃত হয়েছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন।

আজ (১৫ জুলাই) ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মোঃ আবিদ হোসেন, বিপিএম (বার) পিপিএম। এসময় সভাকক্ষে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২১ মে ময়মনসিংহের
ত্রিশাল থানার একটি এলাকায় ০৩ টি অর্ধগলিত, পোকায় খাওয়া লাশ মাটিতে পুতে রাখার সংবাদ পেয়ে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা’র নির্দেশে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন (আইজিপি ব্যাজ প্রাপ্ত) এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রহস্য উদঘাটনে সক্ষম হয়। পরে হত্যাকান্ডের মূল হোতা আসামী আলী হোসেনকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উক্ত বিষয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কর্তৃক
পুরস্কারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি ফারুক হোসেন বলেন এটি আমাকে ভবিষ্যতে আমার কাজের প্রতি আরো উৎসাহিত করবে।

আব্দুল হালিম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর