আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় সারা দেশের ন্যায় অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্পের জোনাল অপারেশনের লিস্টিং কার্যক্রমের তালিকাকারীদের তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ (২৮ জুন) শুক্রবার সকাল নয়টা থেকে উপজেলার সান্তাহার পৌর হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ের জোন-১ সান্তাহার পৌরসভা ও সান্তাহার ইউনিয়নে অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্পের জোনাল অপারেশনের লিস্টং কার্যক্রমের তালিকাকারিদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।
সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলা তিন দিন ব্যাপি অর্থনৈতিক প্রশিক্ষণ শুমারি-২০২৩ প্রকল্পের জোনাল অফিসার জনাব সোহান পারভেজের প্রশিক্ষণ পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আরজুমান বানু।
প্রশিক্ষণ কর্মশালা কার্যক্রমে সান্তাহার হাউজিং এস্টেট পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অনুকূল চন্দ্র সরকার, প্রশিক্ষণের আইটি সুপারভাইজার আবু বকর সিদ্দিকসহ সান্তাহার পৌরসভা ও সান্তাহার ইউনিয়নে লিস্টিং কর্মশালার লিস্টরগণ উপস্থিত ছিলেন। প্রথম দিনের প্রশিক্ষণ শেষে লিস্টারদের হাতে ল্যাপটপ, ব্যাগ ও আইডি কার্ড প্রদান করা হয়। অর্থনৈতিক শুমারি আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২০ জুলাই পর্যন্ত। তালিকাকরণ শেষ হলে ল্যাপটপ পুনরায় আইটি সুপারভাইজারের মাধ্যমে জোনাল অফিসারের নিকট জমা দিতে হবে।
আবু বকর সিদ্দিক বক্কর/এস আই আর