আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশনের অদূরে লকু কলোনি এলাকায় ট্রেনে কাটা পড়ে সাজ্জাত নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত সাজ্জাত হোসেন (২৩) উপজেলার সান্তাহার পৌর শহরের পূর্ব লকু কলোনি মহল্লার শামিউল ইসলামের ছেলে। আজ (১৭ জুলাই) বুধবার ভোরে ঘটনাটি ঘটে। এ বিষয়ে
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় অজ্ঞাত কোনো এক ট্রেনে কাটা পড়ে যুবকটি ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, বলেন এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আবু বকর সিদ্দিক বক্কর/এস আই আর