ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুকুরের পানিতে ডুবে ফনি চন্দ্র (৮৫) নামে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুলাই ) দুপুরে রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশাল গাঁও (খুটাখাল) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফনি চন্দ্র হয়তো বাড়ির পাশের পুকুরে যায় এবং পুকুরের ধারে গিয়ে পড়ে গিয়ে দুপুর ১২ টার সময় সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যান তিনি।
পরে মরদেহ পানিতে ভেসে উঠলে প্রতিবেশিরা থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করেন।
২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশাল গাঁও ( খুটাখাল) নামক এলাকায় পুকুরে ডুবে এক বৃদ্ধ মারা যাওয়ার বিষয়টি শুনা মাত্র আমি ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধারের ব্যবস্থা করা হয়।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গুলফামুলল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর