জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা খাইরুল আলম জেমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ এপ্রিল) বিকেলে জেলা শহরের কল্যানপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক খাইরুল আলম জেম হত্যার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা ও ইফতার মাহফিল হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এসময় এমপি আব্দুল ওদুদ বলেন, গতবছরের ২৭ রমজানে ইফতারের পূর্ব মুহুর্তে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় যুবলীগ নেতা জেমকে। এক বছর পেরিয়ে গেলেও এখনও চার্জশিট প্রদান করা হচ্ছে না। আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেম হত্যা মামলার চার্জশিট প্রদান না করলে মানববন্ধন, সড়ক অবরোধ ও অনশনের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাড. রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, ০১ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতবছরের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের উদয়নমোড়ে ইফতারির বাজার করার সময় যুবলীগ নেতা খায়রুল আলম জেমকে দেশী-বিদেশী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়াকালে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর ২২ এপ্রিল জেমের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় ৪৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
হানিফ মেহমুদ/এস আই আর