শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ট্রাক কেড়ে নিল পিতা-পূত্রসহ ৪ জনের প্রাণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ এবং গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রসহ চার জনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার চাঁপাই-রাজশাহী মহাসড়কের হরিপুর উপশহর এলাকায় মটরসাইকেল চালক, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি এলাকায় পিতা-পুত্র এবং একই দিন দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান একজন ভ্যান চালক।

নিহতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিগ্রাম এলাকার আনসার আলীর ছেলে রাজু আহমেদ (২৭), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষীপুর এলাকার তুফানি মন্ডলের ছেলে মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে সাগর আলী (১৮) এবং গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকার পাথরকুজা গ্রামের খোদাবক্সের ছেলে বাবর আলী (২৮)।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, বিকাল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় রাজশাহীগামী ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে থাকা রাজুসহ দুই জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। আর এ ঘটনায় আহত সাগর নামে মটরনসাইকেলের অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মটরসাইকেলযোগে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন মিজানুর ও তার ছেলে সাগর। এ সময় উপজেলার বহলাবড়ি এলাকায় চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ বন্দরের উদ্দেশ্যে আসা একটি ট্রাকের সাথে মটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিতা মিজানুর রহমান ঘটনাস্থলেই নিহত হন এবং পুত্র সাগর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

অপরদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে রহনপুরের দিকে যাচ্ছিলেন বাবর আলী। এ সময় উপজেলার বংপুর এলাকার তেঁতুলতলায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে বাবর আলী ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ড়্রহণ করা হয়েছে বলে জানান ওসি।

মো:হানিফ মেহমুদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর