সোমবার, মে ২০, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল চন্দনা ঈদগাহ মাঠ থেকে চারটি ওয়ান শুটারগান উদ্ধার

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

২২ জানুয়ারি ২০২৪ তারিখ সময় রাত্রী ২২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন চন্দনা ঈদগাহ মাঠ নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ওয়ান শুটারগান-০৪টি উদ্ধার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন নাচোল টু গোমস্তাপুরগামী পাঁকা রাস্তা হতে অনুমান ১০০ গজ উত্তর দিকে চন্দনা (ঈদগাহ মাঠ) গ্রামস্থ জনৈক শামীম (৪০), পিতা-তারা, সাং-জোড়পুকুর, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর সরিষা ক্ষেতের পূর্ব দিকে ০১ টি হলুদ রংয়ের শপিং ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় আছে। পরবর্তীতে র‌্যাবের টিম উক্ত ঘটনাস্থলে পৌছে উক্ত শপিং ব্যাগের ভিতরে থাকা ০৪ টি ওয়ান শুটারগান উদ্ধার করে।

উপরোক্ত অবৈধ ওয়ান শুটারগান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর