জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সততা সংঘের অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার ২ জন করে মোট ১০ জনকে এই বৃত্তি দেয়া হচ্ছ।
রবিবার (১৯ মে) বিকেলে এক সাথে ৬ মাসের ৬ হাজার টাকা করে এই ১০ জন ছাত্রছাত্রীকে ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আসিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপপরিচালক মো. মনিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুর রশিদ। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহা. ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু।
হানিফ মেহমুদ