রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে আহত যুবক

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবক আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা পোলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলম ভোলাহাট উপজেলার কলনি পাড়া এলাকার কুদ্দুসের ছেলে। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেকে ভর্তি করা হয়েছে।

ভোলহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন মোবাইল ফোনে বলেন, জাহাঙ্গীর আলম আহত অবস্থায় ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাকে ইমারজেন্সি বিভাগে কর্তরত চিকিৎসক দেলোয়ার হোসেন প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তার হাতের কব্জিতে গুলি লেগেছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছেন। ঘটনা শুনে ঘটনাস্থলে ও তার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম।আহত জাহাঙ্গীর আলম এর খোঁজখবর রাখছি।

৫৯ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল গোলাম কিবরিয়া মুঠোফোনে বলেন ভোলাহাট উপজেলায় অবস্থিত মহানন্দা নদীটির অধিকাংশ ভারতের মধ্যে পড়েছে। সেই নদীতে মাছ ধরার সময় জাহাঙ্গীর নামে একজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি করে। গুলিটি তার হাতের কব্জিতে লাগে। চিকিৎসা শেষে সে এখন সুস্থ আছে। আমরা বিএসএফকে এই বিষয়ে একটি প্রতিবাদ লিপি পাঠাব।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর