শনিবার, জুন ২১, ২০২৫
spot_img

নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

জেলা প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর জেলার পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রাম থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫।

আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলো- পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭০) এবং মৃত মোজাফফর মিয়া এর মেয়ে মোছা. মনোয়ারা বেগম (৫০)কে গ্রেফতার করা হয়। অপরদিকে পলাতক আসামীরা হলো একই গ্রামের মোহাম্মদ আলী মো. বকুল হোসেন (৪৪) ও আবু সাইদ (৩৫)।

আজ শনিবার (১৩ এপ্রিল) র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ১৩ এপ্রিল রাত ০১টায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ঘোষনগর এলাকা থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা উভয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বসত বাড়িতে মজুদ রেখে পলাতক আসামী বকুল ও সাঈদ এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং আসামীদের নিজ বসত বাড়িতে মজুদ রাখা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকশ আভিযানিক দল মোহাম্মদ আলী ও মনোয়ারা কে আটক করে এবং বকুল ও সাঈদ কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মোহাম্মদ আলী ও মনোয়ারা‘র বসত বাড়ি তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৪২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব।

মো: এ কে নোমান/এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর