নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় তিন দোকানে আগুন লেগে নিঃস্ব হয়েছে মুদি দোকানি আরমান সরদার (৪৫)। শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের চকরামপুর মার্কাস মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরমান প্রায় ৫ বছর যাবত মুদিখানার ব্যবসা করে আসছেন। তার পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল সেই দোকান। তিনি গত বৃহস্পতিবার রাত ১২টার সময় বেচাকেনা শেষে দোকান বন্ধ রেখে বাড়ি চলে যান এবং রাত ১টার সময় দোকানে আগুন লেগে সব পুড়ে যায়। এর পর থেকে আরমানের মনে চলছে দুঃখের মাতম। কিভাবে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেবেন তা ভেবে একা নিঃশব্দে বসে আছেন তিনি।
আরমান সরদারের সাথে কথা হলে তিনি জানান, “আমি রাত ১২টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। হঠাৎ রাত ১টার সময় শুনতে পাই আমার দোকানে আগুন লেগেছে। আমরা অনেক চেষ্টা করেও যখন আগুন নেভাতে পারিনি, তখন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন কিভাবে আমি চলব, কিভাবে সংসার চালাবো। আমার যা ছিল সব আগুনে নিয়ে গেছে।”
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিন দোকানে আগুন লেগেছিল, কিন্তু আরমানের মুদিখানার দোকান পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে। মুদি দোকানের প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।”
মো: এ কে নোমান/এস আই আর